বড়লেখা উপজেলা সুজানগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সুজানগর ইউনিয়নের প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে দুই বারের চেয়ারম্যান নছিব আলী ছাতা বিতরনের করেছেন।
ছাতা বিতরণের ধারাবাহিকতায় ইউনিয়নের বড়থল, দশঘরী,ভোলার কান্দি, কঠালপুর,বাড্ডা,কটালপুর,সালদিগা, চিন্তাপুর,দশঘরীসহ সুজানগরের মধ্যে প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সকল ছাত্রছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ শুরু করেছেন।
গতকাল ছাত্রা বিতরণের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মকবুল হোসেন সেবুল,স্থানীয় ওয়ার্ড সদস্যগন ও প্রধান শিক্ষক/শিক্ষাকা এবং অভিভাবক বৃন্দ।
Development by: webnewsdesign.com