সাভারের পৌর ব্যাংক কলোনি এলাকায় বাসার সামনে খেলতে গিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে নিখোঁজ ছাত্রী পরিবারের সঙ্গে ব্যাংক কলোনির ভাড়া বাড়িতে থেকে স্থানীয় টাঙ্গাইল মডেল স্কুলে পড়ে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা জানান, আজ সকালে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আর ফিরে আসেনি সে। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান মেলেনি। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করলে রাতে কুমিল্লা থেকে তাকে উদ্ধার করেছে বলে সেখানকার পুলিশ জানিয়েছে।
কুমিল্লার সদর কোতয়ালি থানার ইন্সপেক্টর নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীকে কুমিল্লার টাউনহল এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে আটকের কথা নিশ্চিত করলেও বিস্তারিত পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।
Development by: webnewsdesign.com