আপডেট

x

সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়েছেন:সিলেটের জেলা প্রশাসক

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৩ অপরাহ্ণ | 63

সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়েছেন:সিলেটের জেলা প্রশাসক

সিলেট প্রতিনিধি::

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এ দেশটি স্বাধীন করেন তখন এই স্বাধীন দেশের মূল মন্ত্র ই ছিল ধর্মনিরপেক্ষতা।১৯৪৭ সালে যে নীতির উপর দেশটি গঠিত হয়েছিল পরবর্তীতে দেখা গিয়েছে যে ধর্মনিরপেক্ষতাকে ভিত্তি করে একটি অসম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।এই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐক্যের ডাক দিয়েছিলেন পরবর্তীতে ১৯৭১ সালে ২৬ শে মার্চ মহান মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ ভাবে দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশটি স্বাধীন করেছিলেন।১৯৭২ সালে জাতির পিতা যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানের যে চারটি মূলনীতি ছিল তার মূল বিষয়ই ছিল ধর্মনিরপেক্ষতা ।

তিনি আরো বলেন,বাংলাদেশের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার বিষয়টি অর্থাৎ অসাম্প্রদায়িকতা এবং সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিতের বিষয়টি ফুটে উঠেছে।আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যে কোন উৎসব সম্মিলিত ভাবে উদযাপন করে থাকি।মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার।মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ মিলেই এ দেশটাকে গঠন করেছেন।এই দেশটি তে যারা সংখ্যালঘু রয়েছে তাদের দেখভালের দায়িত্ব মুসলমান সম্প্রদায়ের ওপর।এই অসাম্প্রদায়িকতাকে পুঁজি করে আমরা যে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করা সম্ভব হবে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।

সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ,সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক,সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার জনগণকে নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কানাইঘাট সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্টিত হয়েছে।

কানাইঘাট উপজেলার নির্বাহী অফিসার সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে ও উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কানাইঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন,সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম,পৌরসভার মেয়র লুৎফর রহমান,কানাইঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম,ওসি তাজুল ইসলাম।

কানাইঘাট উপজেলার সকল জনপ্রতিনিধি,রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ,সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক,সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ সামাজিক সম্প্রীতিতে সমবেত হন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com