শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ |
৮:৫৬ অপরাহ্ণ | 608
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অগাস্ট) মৌলভীবাজার শহরস্থ নূতন কালীবাড়িতে হিন্দু যুব পরিষদ জেলা শাখার সভাপতি সুজন কান্তি বিশ্বাসের সভাপতিত্ত্বে ও সংবাদকর্মী নয়ন লাল দেবের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু যুব পরিষদ জেলা শাখার নির্বাহী সভাপতি সুব্রত মল্লিক শুভ, সহ-সভাপতি উপানন্দ বর্মন, গোবিন্দ মল্লিক, সাধারণ সম্পাদক কাজল দত্ত, সহ-সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তী, বিষ্ণু সুত্রধর, শিক্ষা ও গবেষনা সম্পাদক বিশ্বজিৎ দেব, মঠ ও মন্দির উদ্ধার বিষয়ক সম্পাদক সঞ্জয় দাস, সাংস্কৃতিক সম্পাদক জনি সুত্রধর, হিন্দু ছাত্র পরিষদ জেলা শাখার প্রধান সমন্বয়কারী বিদ্যুৎ দে, আহব্বায়ক অমল দাস বাদল, যুগ্ম আহব্বায়ক বাপ্পি দেব বিলাশ, রাজনগর উপজেলা শাখার অমিত দত্ত, অভি দেব প্রমুখ।
সভায় ১৫ অগাস্ট শোক দিবসের উপর আলোচনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ নিহত সকল শহীদদের সদগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।