একেকটি চামড়া কিনেছিলেন ৩০০-৪০০ টাকা করে। কিন্তু আড়তে এসে প্রতিটি চামড়া ৫০, এমনকি ১০ টাকায়ও বিক্রি করতে পারেননি মৌসুমি কাঁচা চামড়া সংগ্রহকারীরা। চামড়া নিতে আড়তদারদের অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁদের মন গলেনি। শেষ পর্যন্ত রাগে-দুঃখে ও হতাশায় সড়কের ওপর চামড়া ফেলে বাড়ি ফিরে যান মৌসুমি ব্যবসায়ীরা।
চট্টগ্রাম নগরের আতুরার ডিপোর চামড়ার আড়ত এলাকায় আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া পরিষ্কারে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। সন্ধ্যা সাড়ে ৭টায়ও সব চামড়া সড়ক থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়নি।
Development by: webnewsdesign.com