আন্তর্জাতিক ডেস্ক:: লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে ৯০ জন নিখোঁজের মধ্যে ৩৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। আরো ৫০ আরোহী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা এপির বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ‘নৌকাডুবি’তে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ জিক্রি জানান, তিউনিসিয়ার দক্ষিণ উপকূলে একটি তেল প্ল্যাটফর্মের সঙ্গে লেগে থাকা জাহাজটি বিধ্বস্ত হয়ে বেঁচে যাওয়া লোকদের উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা এখনো জানা যায়নি। আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।
২০২১ সালে এ পর্যন্ত ইউরোপগামী ৫০০ যাত্রী নিহত হন নৌকাডুবিতে।
Development by: webnewsdesign.com