ময়মনসিংহের এক দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হুসাইন টিপু। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ সোমাবার (২৯ এপ্রিল)সকাল থেকে দুপুর পর্যন্ত তারাকান্দা উপজেলার মোজাহারদীর গাছতলা বাজারের মো. মাহতাব উদ্দিন নামের এক কৃষককের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ধানকাটায় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হুসাইন টিপুর নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এদের প্রায় সকলেই রোজা রেখেছেন বলে জানা গেছে।
আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হুসাইন টিপু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’
তিনি জানান, গাছতলা বাজার গ্রামের এক কৃষকের ৮ কাটা জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।
প্রসঙ্গত: চলমান প্রাণঘাতী করোনায় ধান কাটার শ্রমিক না পাওয়ায় ছাত্রলীগকে দরিদ্র কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com