রায়হান হত্যা, সাক্ষী দিচ্ছেন বন্দর ফাঁড়ির তিন পুলিশ

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ৯:২০ অপরাহ্ণ | 335

রায়হান হত্যা, সাক্ষী দিচ্ছেন বন্দর ফাঁড়ির তিন পুলিশ

নিউজ ডেস্ক:: সিলেট মেট্রোপলিটনের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় সাক্ষী দিচ্ছেন তিন পুলিশ সদস্য।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির হয়ে সাক্ষী দেন বন্দর বাজার পুলিশ ফাঁড়ির তিন কনস্টেবল।



এ তিনজন হলেন, কনস্টেবল শামীম, সাইদুর, দেলোয়ার। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩ টা ৫০ মিনিট) দুই পুলিশ সদস্যর সাক্ষী শেষ হয়েছে। বাকী একজনের সাক্ষী গ্রহণ করছেন আদালত।

বিষয়ট নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।

এর আগে রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এদিকে রোববার দিবাগত রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com