ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই সংকটে ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে ১০০পিস পিপিই(পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) প্রদান করেন ! প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহ মেডিকেল কলেজের হাসপাতালে করোনা ভাইরাস মোকাবেলায় সক্ষমতা বাড়াতে পুণ: ব্যবহাযোগ্য ১০০পিস পিপিই(পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) প্রদান করেন |
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা.সাইফুল ইসলাম খান সিটি মেয়র কে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিস্কারযোগ্য এ পিপিই গুলো দিয়ে অনেক রোগীর সেবা দেওয়া সম্ভব হবে | এই প্রসঙ্গে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন,করোনা কোন আতঙ্ক নয়,আমার,আপনার,আমাদের সচেতনতাই পারে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।
উল্লেখ্য : গত ২৭ মার্চেই ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে ৫০ টি পিপিই ও ৩০০পিস হ্যান্ড স্যানিটাইজার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০০টি পিপিই ও ৫০০পিস হ্যান্ড স্যানিটাইজার ও ২৯তারিখে সিভিল সার্জন অফিস ৭০পিস পিপিই প্রদান করেন, সিটি কর্পোরেশন মেয়র মো.ইকরামুল হক টিটু।
Development by: webnewsdesign.com