ময়মনসিংহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ নেতা রৌদ্র

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৭:৪০ অপরাহ্ণ | 336

ময়মনসিংহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ নেতা রৌদ্র

নিজস্ব প্রতিনিধি:: করোনার মতো মহামারি অবস্থায় যখন শ্রমিক সংকটে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না প্রান্তিক কৃষকরা ঠিক তখনই এগিয়ে আসে বাংলাদেশ ছাত্রলীগের কিছু নিবেদিত কর্মী। তারা দরিদ্র কৃষকদের ধান কেটে নিজ দায়িত্বে কৃষকদের ঘরে তুলে দিচ্ছেন। এতে খুশি দরিদ্র প্রান্তিক কৃষক পরিবার। জানা যায়,আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কর্মী আল শাহরিয়া হোসেন রৌদ্রের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের কর্মীদের সহযোগীতায় নেত্রকোণার কেন্দুয়ার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হতদরিদ্র কৃষক দুলাল মিয়ার ৭৮শতাংশ জমির বোরো ধান কেটে গড়ে তুলে দিয়েছে। গতকালের ধানকাটা কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশে বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দুয়ার উপজেলার সভাপতি তপন হাসান, মাসকা ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ,ডালিম ও কেন্দুয়ার উপজেলা ছাত্রলীগ কর্মী হাইয়ুল,তারিফ, শরিফ, সৌরভ, আতাউল্লাহ্,বরকত,শহিদ, কাইয়ুম, আবজল, রবিন ও নাঈম প্রমুখ।

এই মহামারিতে অসহায় কৃষকের ধান ঘরে তুলে দেওয়ার কৃষকের মুখে আনন্দের হাসি ফুটেছে। এবং এই ছাত্রলীগ নেতাকে ধন্যবাদ জানিয়েছে কৃষক দুলাল মিয়া ও স্থানীয় এলাকাবাসী। ছাত্রলীগ নেতা আল শাহরিয়া হোসেন রৌদ্র বলেন, ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক আহ্বায়ক মো. মাহমুদুল হাসান সবুজ এর অনুপ্রেরণায় গ্রামের হতদরিদ্র কৃষক এর ধান কেটে দিচ্ছে।তাদেরকে উৎসাহিত করতে তাদের সাথে থেকে আমি নিজেও ধান কেটেছি। আমাদের এই ধান কাটা পুরো বোরো মৌসুম ধরে অব্যাহত থাকবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com