টুডেনিউজ ডেস্ক:: কালবৈশাখি ঝড় সাধারণ বৈশাখ মাসে হয়ে থাকে। তবে বৈশাখ আসতে এখনও ঢের বাকি। ঋতুচক্রে এখন বসন্তকাল চলছে। এবার বসন্তেই সিলেটের উপর দিকে বয়ে গেলো কালবৈশাখি ঝড়। শনিবার (৬ মার্চ) রাতে তীব্র ঝড় বয়ে যায় সিলেটের উপর দিয়ে। একইসঙ্গে দেখা মিললো মৌসুমের প্রথম বৃষ্টিরও।
শনিবার রাত ৮ থেকে শুরু হয় ঝড় ও বৃষ্টি। যা প্রায় এক ঘন্টা অব্যাহত ছিলো।
টানা খরার পর মৌসুমের প্রথম বৃষ্টিতে নগরবাসীর মধ্যে স্বস্থি দেখা দিলেও ঝড়ের কারণে আতঙ্কেও ভূগেছেন অনেকে। এদিকে ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে নগরের অনেক এলাকা। বৃষ্টিতে নগরের অনেক এলাকায় জলাবদ্ধতাও দেখা দেয়।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আজ রাতে বৃষ্টি হতে পারে তা আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিলো। এই মাসে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ঝড় ও বজ্রপাতের কারণে দুএকটি ঝায়গায় ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। এছাড়া কিছু জায়গায় লাইনও ছিড়ে গেছে। এতে নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।#
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com