শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ |
৬:০৫ অপরাহ্ণ | 329
১৯৭১ সালের ২০শে ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাইন বিস্ফোরণে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মৌলভীবাজার ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ কানু স্মৃতি সংসদ’র এর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা শহীদ কানু স্মৃতি সংসদের সভাপতি এড. কিশোরী পদ দেব শ্যামলের সভাপতিত্ত্বে ও কবি পুলক কান্তি ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলের বিশিষ্ঠ কলামিস্ট, লেখক প্রবীন আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান মুজিব। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শেখ আনছার আলী, রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি সজল চক্রবর্তী, মৌলভীবাজার আইনজীবি সমিতির সভাপতি এড. রমাকান্ত দাশগুপ্ত, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বকসি ইকবাল আহমদ, কবি শিবপ্রসন্ন ভট্টাচার্য, এড. ভূষনজিৎ চৌধুরী মিলন, কবি নয়ন লাল দেব, সাংবাদিক আব্দুল কালাম ও মামুনুর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।
এসময় বক্তারা ১৯৭১ সালে মৌলভীবাজারে মাইন বিস্ফোরণে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিভিন্ন স্মৃতিচারণ ও গুরুত্ত্বপূর্ণ বক্তব্য রাখেন।