প্রচন্ড গরমে কাবু হয়ে পড়ছে শিশুরা। আষাঢ়ের তাপদাহ বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা। ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। মৌলভীবাজার ৭ উপজেলার সকল হাসপাতালগুলোতে সপ্তাহ ধরে শিশু রোগীর চাপ বেড়ে গেছে।
জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে হাসপাতালগুলোতে শিশুসহ সকল বয়সের মানুষ ভর্তি হচ্ছে। বর্তমানে শিশু রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালটির কর্তৃপক্ষ।
আজ (১৯ জুন) মৌলভীবাজার জেলার কয়েক টি সরকারী হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। দুটি হাসপাতালের শিশু ওয়ার্ডের কোনো শয্যা খালি নেই। তাৎক্ষণিক চিকিৎসা শেষে খুব কম শিশুই বাড়ি ফিরতে পারছে। বেশিরভাগ শিশুকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
কুলাউড়া উপজেলা সরকারী হাসপাতালে বেড খালি না পেয়ে অনেক স্বজনকে বাচ্চা নিয়ে চলে যেতে দেখা গেছে। একই অবস্থা জেলার সব কটি হাসপাতালেও। সেখানে বেড খালি না থাকায় বেশি বিপাকে পড়তে হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীদের।
কুলাউড়া উপজেলা কমর্ধা ইউনিয়নের বাসিন্দা হাসমত আলী লস্কর জানান, ‘বেশ কদিন ধরে জ্বরে ভুগছে বাচ্চা। সকালে হাসপাতালের আউটডোরে দেখানোর পর ডাক্তার বলেছেন ওয়ার্ডে ভর্তি করাতে। কিন্তু’ ওয়ার্ডে বেড খালি নেই। তাই এখন বাড়ি ফিরে যাচ্ছি।’
মৌলভীবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘সপ্তাহ খানেক ধরে হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়ে গেছে। শিশু ওয়ার্ডে বেড খালি না থাকায় অনেকে ফিরে যাচ্ছে। যারা ভর্তি আছে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com