মায়ের লেখা গান নিয়ে আসছেন চাঁদনী

মঙ্গলবার, ১২ মে ২০২০ | ৯:৫৮ অপরাহ্ণ | 559

মায়ের লেখা গান নিয়ে আসছেন চাঁদনী

ছোটবেলায় নাচ, গান, আবৃত্তি এবং অভিনয় এই চারটি শাখাতেই চাঁদনীর অবাধ বিচরণ ছিলো। সময়ের সাথে সাথে নিজেকে নিয়ে এসেছেন জনপ্রিয়তার চূড়ায়। কিন্তু অনেক দিন ধরেই নতুন কোনো কাজের মাধ্যমে আলোচনায় নেই তিনি।

অনেক দিন পরে এবার নতুন একটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এই তারকা। এই গানের একটি বিশেষত্ব আছে আর সেটি হলো গানটি তার মায়ের লেখা। এটিই হবে চাঁদনীর গাওয়া প্রথম কোনো মৌলিক গান। চাঁদনীল মা ফাতেমা বেগমের লেখা গানটির র সুর ও সংগীত পরিচালনা করছেন ‘রক চাইল্ড’ ব্যান্ডের ফারহান আহমেদ।



চাঁদনী বলেন, ‘ আমারা গানটির কথা ও সুরের কাজ শেষ করেছি। গানটিতে কণ্ঠ দিবো কয়েক দিনের মধ্যেই।’

এই অভিনেত্রী সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। এই চ্যানেলে তার নিজের নাচ ও বিভিন্ন বিনোদনমূলক ভিডিও আপলোড করবেন তিনি। গানটিও প্রকাশ হবে এই চ্যানেল থেকে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com