মায়াবী ঝর্ণার টানে সিলেটের জাফলংয়ে ভিড় করছেন পর্যটকরা

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯ | ১০:৩৭ অপরাহ্ণ | 535

মায়াবী ঝর্ণার টানে সিলেটের জাফলংয়ে ভিড় করছেন পর্যটকরা
  • পাহাড় কন্যা হিসেবে বিশ্বব্যাপি পরিচিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং। কয়েকযুগ ধরে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর প্রাণ ছিল জাফলং। কিন্তু গত কয়েক বছরে সিলেটে বিছনাকান্দি, রাতারগুল, সাদা পাথরের মতো নতুন স্পট আলোচনায় আসায় আর জাফলংয়ের যাতায়াত ব্যবস্থা নাজুক থাকায় পর্যটক বিমুখ হয়ে পরেছিল জাফলং।

    কিন্তু এখন জাফলংয়ে মায়াবী ঝর্ণা নামে নতুন একটি ঝর্ণার টানে আবারো জাফলংয়ে ভিড় করছেন পর্যটকরা। এবারের ঈদের ছুটিতে তাই সবচেয়ে বেশী পর্যটকের দেখা মিলেছে জাফলংয়ে।

    একই যাতায়াত ব্যবস্থার উন্নতি হওয়াও জাফলংমুখি হয়েছেন পর্যটকরা।

    ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্টের খুব কাছেই অবস্থিত। জিরো পয়েন্ট থেকে নৌকাতে করে পিয়াইন নদী পার হয়ে মাত্র ১০ মিনিটের হাটলেই এই ঝর্ণা।

    কয়েকশ ফুট উঁচু কালো পাথরের গা ভেসে আসা স্বচ্ছ পানির এ ঝর্ণা এবার সিলেটের সবকটি পর্যটনকেন্দ্রকে পেছনে ফেলেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com