টুডেনিউজ:: মানিকগঞ্জের সিঙ্গাইরে মাহমুদা নাহার মিতু (২৫) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম বাস্তা এলাকায় তার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিতুর গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ঢাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে পুলিশ সদস্য মাহমুদা নাহার মিতু নিজের রুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু রবিবার দুপুর পর্যন্ত ঘরের দরজা না খোলায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে খাটের ওপর মিতুর মরদেহ দেখতে পায়। এ সময় তার পাশ থেকে একটি বিষের প্যাকেট পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মাহমুদা নাহার মিতুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com