করোনা ভাইরাসের এই মহামারিতে পবিত্র রমজানে দিনমজুর, গরীব ও অসহায় মানুষগুলোর মধ্যে উপহার স্বরুপ হিসেবে ২য় বারের মত খাদ্যসামগ্রী বিতরণ করে ভাটেরার এক পারিবারিক সংগঠন শেখ সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশন।
এমন যখন পরিস্থিতি ঠিক তখন শেখ সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশন (খাঁরপাড়া, ভাটেরা) এর উদ্যোগে দ্বিতীয় বারের মতো কুলাউড়ার ৩ নং ভাটেরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে এই পারিবারিক সংগঠনটি।
বুধবার (১৩ মে) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকে প্রায় ৭৩ টি পরিবারের মাঝে তারা এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। আর্থিক সহযোগীতার পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন হয়। কর্মসূচি পরিচালনাকালে উপস্থিত ছিলেন শেখ সাজিদ আলী সিদ্দিকীর বড় ছেলে শেখ কলা মিয়া সিদ্দিকী ও পারিবারিক এই সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
Development by: webnewsdesign.com