বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংঙ্গেরকাছ “দরিদ্র সমাজ কল্যান সংস্থা”র পক্ষ থেকে সংস্থার প্রতিষ্ঠাতা হাফিজ আতাউর রহমান সংস্থার সদস্য বৃন্দকে সম্মাননা পদক প্রদান করেন।
উক্ত সম্মাননা পদক অনুষ্টানে সংস্থার সভাপতি গীতিকার এইচ এম আরশ আলী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংঙ্গেরকাছ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মাওলানা নুরউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংঙ্গেরকাছ জামে মসজিদের ঈমাম মাওলানা শামসুল হক নুরী, সমাজ সেবক হাফিজ আরব খাঁন, এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য শামীম খাঁন, মাস্টার আনোয়ার হোসেন, নজরুল ইসলাম হান্দু খলিলুর রহমান আমীর আলী আনছার আলী, আবু তাহের মিছবাহ, আলী জুনেল, জাহাঙ্গীর আলম, কুতুবউদ্দিন, আলতাফ হোসেন প্রভাত,ইসলাম উদ্দিন, ইন্তাজ খাঁন,খয়ের, বাদশা মিয়া, সালেহ আহমদ আংঙ্গুর, আক্তার হোসেন, তাজ উল্লাহ ব্যবসায়ী নিজাম উদ্দিন প্রমুখ।
Development by: webnewsdesign.com