আপডেট

x


বিটকয়েনের লেনদেন নিষিদ্ধ করলো বাংলাদেশ ব্যাংক

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৩:০০ পূর্বাহ্ণ | 44

বিটকয়েনের লেনদেন নিষিদ্ধ করলো বাংলাদেশ ব্যাংক

টুডে নিউজ ডেস্ক::

ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিটকয়েনে যেকোনো লেনদেনে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।



বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত সার্কুলার জারি ক‌রেছে।সার্কুলারটি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।

ব্যাংক গুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান,এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে।তাদের মাধ্যমে যেন এ ধরনের লেনদেন করা না যায়,তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ অনুযায়ী ভার্চুয়াল কোনো মুদ্রার স্বীকৃতি নেই জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়,যেকোনো ধরনের বৈদেশিক মুদ্রা লেনদেন বা আইনগত বিনিয়োগের ক্ষেত্রে ভার্চুয়াল মুদ্রা ব্যবহারের অনুমোদন নেই।

ভার্চুয়াল মুদ্রা বা ভার্চুয়াল সম্পদের বিপরীতে কোনো আর্থিক দাবির সুযোগ নেই। কোনো আইন এ ধরনের সম্পদের গ্যারান্টি দেয় না বলে লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশনায় বলা হয়েছে।

এর আগে গত বছরের জুলাই মাসে এক নির্দেশনায় ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com