সিলেট-১ ও সিলেট-৩ এই দুটি আসনেই দলীয় মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। তবে এবার বঞ্চিতই থাকতে হলো মিসবাহ সিরাজকে।
রোববার এই দুই আসনের দলীয় প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দেয় আওয়ামী লীগ। সিলেট-১ আসনে মনোনয়ন পান জাতিসংঘে বাংলাদেশের সাবেক প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন ও সিলেট-৩ আসনে মনোনয়ন পান মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস।
সিলেট-১ ও সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন থেকে মাঠে সক্রিয় ছিলেন মিসবাহ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অবসরের ইঙ্গিত পাওয়ার পর থেকেই মনোনয়ন পেতে তৎপর হয়ে ওঠেন মিসবাহ। গত জানুয়ারি সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের জনসভায় সিলেট-১ আসনে নিজের প্রার্থী হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।
আর সিলেট-৩ আসনের বর্তমান সাংসদ মাহমুদ-উস সামাদ কয়েসের বিরুদ্ধে উন্নয়নবিমূখতাসহ বিভিন্ন অভিযোগ এনে এই আসনেও মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছিলেন মিসবাহ।
এব্যাপারে রোববার বিকেলে মিসবাহ উদ্দিন সিরাজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com