করোনা ভাইরাসের এই দুর্যোগকালে অসহায় ৩০ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু ছাত্রপরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ।
প্রতিটি পরিবার-কে চাল, ডাল, আলু, তেল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩-এপ্রিল) কুলাউড়া সদর ইউনিয়নের তার নিজ গ্রামের ব্যতিক্রমী আয়োজনে কর্মহীন মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন পারভেজ আহমদ।
এ সময় উপস্থিত সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিশ্বে করোনার মহামারির পরিস্থিতি তুলে ধরেন পারভেজ। অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না যাওয়ার জন্যও সবাইকে অনুরোধ করেন।এছাড়াও সমাজের বৃত্তশালীদের প্রাকৃতিক দূর্যোগ ধর্মীয় উৎসব সহ যেকোনো প্রয়োজনে এলাকার মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com