নিজেকে ভালোবাসুন, ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ। সোমবার (৩০ মার্চ) নান্দাইল উপজেলা চত্ত্বরের সামনে, নদীর পাড়ের মার্কেট সংলগ্ন,নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মার্কেট সংলগ্নের সামনে ও পৌর শহরের বিভিন্ন পয়ন্টে দূরত্ব বজায় রাখার জন্য ফার্মেসি বিভিন্ন দোকানে সাদা করে বৃত্ত এঁকে দেন মাহমুদুল হাসান সবুজ।
এসময় তিনি বলেন,মারাত্মক ছোঁয়াচে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার লক্ষ্যে, নিজেকে ভালোবাসুন, ব্যক্তিগত দূরত্ব বজায় রাখুন। পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান সবুজ। তিনি জনসাধারণের প্রতি অনুরোধ করে বলেন, দেশের ক্রান্তি লগ্নে আপনারা বাসায় থাকুন,আমরা আছি আপনাদের জন্য।
এ-সময় উপস্থিত ছিলেন, নান্দাইল পৌর সভার প্যানেল মেয়র, ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Development by: webnewsdesign.com