নিজস্ব প্রতিবেদক:: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আসলেই এ বিশ্বে শান্তি আর কল্যাণের তরে নারী পুরুষ উভয়ের অবদান অনশ্বীকার্য। আজকের বিশ্বে সুন্দর সমাজ বিনির্মানে নারীরা বিভন্ন ভাবে কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে এগিয়ে আসা এমনি এক নারী সংগঠক শারমীন কবীর।
করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির ৬ষ্ঠ বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা স্বারক প্রদান করা হয়েছে।
এসময় শারমিন কবীরের হাতে সংবর্ধনা স্বারক তুলে দেন, সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সভাপতি ফারহানা বেগম হেনা ও সাধারণ ইউসুফ আহমদ ইমন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বর্তমান পত্রিকার বুরো চিপ রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ট্রাইবুনাল পত্রিকার বুরো চিপ মোসাদ্দেক সাজুল, বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, সাপ্তাহিক মনোকুল পত্রিকার সম্পাদক মোস্তাক চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য শারমিন কবীর সমাজসেবার পাশাপাশি যুবদের সংগঠিত ও প্রশিক্ষিত করে আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে অবদান রাখছেন। শারমিন কবীর ২০০৪ সালে যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। এই বছর তিনি সিলেট প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) এর সাথে সম্পৃক্ত হন। তাপর ২০১১ সালে পরিবারের ইচ্ছাতেই বিয়ে করেন শারমিন কবীর ব্যবসায়ী এম এস কবীরকে। বিয়ের পর তার স্বামীর কাছে মনের অভিব্যক্তি প্রকাশ করেন যে, তিনি সমাজের মানুষের জন্য কাজ করতে চান। স্বামীর উৎসাহ নিয়ে ২০১২ সালে অনন্যা যুব সংস্থার সাথে যুক্ত হয়ে সামাজিক কর্মকান্ড পরিচালনা করেন। কিছু দিনপর সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এ সময় তিনি সিলেটে সামাজিক কর্মকান্ড পরিচালনায় ব্যপক প্রসংশা অর্জন করেন। ২০১৬ সালে তিনি বিভাগীয় যুব পদক অর্জন করেন। ২০১৭ সালে তিনি আরও এক ঝাক তরুণ তরুণীদের সাথে নিয়ে ১ সিলেট আলোকিত যুব সমাজকল্যাণ সংস্থা নামে একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। যা ২০১৮ সালে যুব উন্নয়ন অধিদপ্তর হতে নিবন্ধত হয়। শারমিন কবীর তার সংগঠনের মাধ্যমে অটিস্টিক শিশুদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেন। প্রতিবন্ধিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি তাদের নগদ অর্থ, হুইল চেয়ারসহ নানাভাবে সহযোগীতা করে থাকেন। এছাড়াও মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করে থাকনে। শারমিন কবীর ২০২০ সালে করোনা পরিস্থিতে অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন। তিনি রাতের আধারে মানুষের বাসায় বাসায় গিয়ে খাদ্য বিতরণ করেন। শহরে ঘুরে ঘুরে নাইট গ্রার্ডদের মাঝে খাদ্য প্রদান করেন। তিনি ব্যাপকহারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
এছাড়াও প্রতি বছর বন্যাকবলিত মানুষের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ করে থাকেন। পবিত্র রমজান মাসে নিজ হাতে ইফতারী রান্না করে বিভিন্ন বস্তির অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। ২০২০ সালে পবিত্র ঈদুল ফিতরের সময় সংবাদ মাধ্যমে জানতে পেরে অসহায় বেদে পল্লীতে গিয়ে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পাশাপশি বন্যাকবলিত অসহায় মানুওে ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। মানবতার সেবায় নিবেদিত প্রাণ শারমিন কবীর প্রতি মাসে ১০ জন মানুষের চিকিৎসা খরচ প্রদান করেন। শারমিন কবীর বিভিন্ন সামজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন, মহিলা কমিটি, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আজীবন সমাজসেবা করে যেতে চান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com