নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দুর্নীতি লুটপাটের প্রতিবাদে সিলেট বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা দুইটায় নগরীর চৌহাট্টা পয়েন্টে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাবিল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর সংসদের সভাপতি হাসান বক্ত চৌধুরি কাউসার, ছাত্র ইউনিয়ন মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, বিয়ানীবাজার উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক হিমেল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পেঁয়াজ, চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রবের দাম আজ লাগামহীন। সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে জিম্মি করা হয়েছে। বাজারের এই লাগামহীন অবস্থার দায় বানিজ্যমন্ত্রী সহ গোটা সরকারের।
এসময় বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ব্যর্থ বানিজ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
Development by: webnewsdesign.com