সিলেট প্রতিনিধিঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ষষ্ঠ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন।এসএমপির সদর দপ্তরে আগস্ট মাসে থানার কর্মমূল্যায়নের ভিত্তিতে অপরাধ বিভাগের ষষ্ঠ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।
এসএমপি কমিশনার মো.নিশারুল আরিফ ওসি কামরুল হাসান তালুকদারের হাতে প্রশংসা পত্র তুলে দেন।এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন কুমার চৌধুরী শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা ও এসআই আবুল হোসেন শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন।প্রতি মাসেই প্রতিটি থানার কর্মকর্তাদের কর্মমূল্যায়নের ভিত্তিতে তাদেরকে পুরস্কৃত করা হয়।
Development by: webnewsdesign.com