ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া: কুলাউড়া, জুড়ী ও বড়লেখা তিন উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া পৌরসভার আয়োজনে বুধবার (১৭ জুলাই) দুপুরে পৌর হল রুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ উজানের ভারতীয় অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি হাকালুকি হাওর, জুড়ী ও কুশিয়ারা নদীর ভরাট হয়ে যাওয়া, জুড়ী ও কুশিয়ারা নদীর সংযোগস্থল সিলেটের ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারিতে তৈরি একটি ক্রসবাঁধ এবং সেখানে নির্মিত একাধিক ইটভাটাকে দায়ী করা হয়।
মতবিনিময়ে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, বড়লেখা পৌর মেয়র আবু ইমাম কামরান, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রাজ কুমার কালোয়ার রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, সাগরনাল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর নুর, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম এনাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিন্টু প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, তালামীয নেতা খন্দকার অজিউর রহমান আসাদ, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
সভায় সিদ্ধান্ত হয় এই তিন উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতার মূল কারণের মধ্যে অন্যতম হচ্ছে ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারী বাঁধ। সংশ্লিষ্ট দপ্তরে স্মারক লিপি প্রদান ছাড়াও আগামী ১মাসের মধ্যে এই বাঁধ অপসারণ না করা হলে তিন উপজেলার সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঘন আন্দোলনের হুঁশিয়াড়ি দেন।
Development by: webnewsdesign.com