সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে যে ১৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে তাদের মধ্যে জুলিয়া জেসমিন মিলি ও তার স্বামী শহীদ শামসুদ্দিন হাসপাতালের সিনিয়র চিকিৎসক মো. আব্দুল কাইয়ুম রয়েছেন। জুলিয়া জেসমিন মিলি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার তারা করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার রিপোর্ট পজেটিভ আসে। তিনি ও তার স্বামী বর্তমানে নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন। তবে তারা শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান।
Development by: webnewsdesign.com