জুড়ীতে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ | ১১:০৮ অপরাহ্ণ | 105

জুড়ীতে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি বেইলি ব্রীজে মালবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে পাথরবোঝাই ট্রাকটি বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের হাজার হাজার লোকজন চলাচল করেন। এছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সারাদিন মানুষের দুর্ভোগ উঠেছে চরমে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, এ বেইলি ব্রীজটি দুর্বল হওয়ায় এ নিয়ে দুইবার ভেঙে পড়েছে।‌ এ ব্রীজটি কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক হওয়ায় দুর্ভোগ এখন চরমে।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভিগের উপ- সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, আপাতত ব্রিজের পাশে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। দু-তিন দিনের মধ্যে বেইলি ব্রিজটি আবার নির্মাণ করে দেওয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com