জুড়ীতে বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | ৯:০০ অপরাহ্ণ | 273

জুড়ীতে বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ ২ জনের

নিজস্ব প্রতিবেদক, জুড়ী :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল ) সকালে উপজেলার ফুলতলা চা বাগানে এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তিরা হলেন- ফুলতলা চা বাগানের নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৭) ও একই চা বাগানের শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এই এলাকায় বৃষ্টি নামে। বৃষ্টির একপর্যায়ে বিকট শব্দে নন্দ ভূমিজের ঘরে বজ্রপাত ঘটে। এ সময় ঘরে থাকা রমণ ভূমিজ ও ললিতা ভূমিজ ঘটনাস্থলে মারা যান।
জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বজ্রপাতে দু’জন মারা গেছেন। এদের একজন শিশু আর আরেকজন চা শ্রমিক।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com