মৌলভীবাজারের জুড়ী থানার দুই পুলিশ সদস্যের করোনা সনাক্ত হয়েছে।
তাঁদের একজনের (২৭) বাড়ী সুুনামগঞ্জের দিরাই উপজেলায় এবং অপরজনের (২৬) বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, গত ২৬ এপ্রিল ওই দুই পুলিশ সদস্যসহ সন্দেহ জনক কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় এর মধ্যে দুই জন করোনা পজিটিভ। এরা দু’জনই জুড়ী থানার পুলিশ সদস্য।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ায় ওই দুইজন স্বেচ্ছায় নমুনা পরীক্ষার জন্য দিয়েছিল। তবে তাদের শরীরে করোনার কোন লক্ষণ ছিলনা।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ওরা থানা এলাকার বাহিরে কোথাও যায়নি। এরা নিয়মিত ডিউটি করত। ধারণা করা হচ্ছে জুড়ীতে আরও করোনা পজিটিভ থাকতে পারে।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক জানান, করোনা সনাক্ত হওয়া দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে এবং তাদের সাথে সংশ্লিষ্ট ১৩ জনকে থানা সংলগ্ন কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com