কোম্পানীগঞ্জ সীমান্তে ‘গুলিতে নিহত’ ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | ১:৫৬ অপরাহ্ণ | 30

কোম্পানীগঞ্জ সীমান্তে ‘গুলিতে নিহত’ ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ‘গুলিতে নিহত’ দুই বাংলাদেশির লাশ হন্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর মরদেহ হন্তান্তর করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)।

রোববার বিকালে সীমান্ত এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। রোববারও কয়েকজন মিলে গিয়েছিলেন। দুজন নিহত হয়েছেন।

“সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে”, বলেন ইউপি চেয়ারম্যান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com