টুডে নিউজ ডেস্ক::
সিলেটের কোম্পানীগঞ্জে ৫০০ পিছ ইয়াবাসহ আব্দুল হাসিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সরকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এর তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী এর নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার (৪ সেপ্টেম্বর) রাত অনুমান ৮.৩০ ঘটিকায় থানা পুলিশের একটি বিশেষ টিম উত্তর টুকেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় টুকের গাঁও গ্রামের তোরাব আলীর ছেলে আব্দুল হাসিম এর নিকট হতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে,আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।সীমান্ত এলাকায় মাদকের রুট চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
Development by: webnewsdesign.com