বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সম্পাদক পদে কুলাউড়ার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাঈদ খাঁন শাওন নির্বাচিত হওয়ায় কুলাউড়ায় সংবর্ধিত হয়েছেন।
কুলাউড়ার সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের পক্ষ থেকে সাঈদ খান শাওন কে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্টানে সংগঠনের সভাপতি প্রভাষক আনিসুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ফয়ছল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির উপদেষ্টা ও সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সংগঠনের উপদেষ্টা ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সংগঠক এপে-ক্সিয়ান এ এফ এম ফৌজি চৌধুরী, কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা শহিদুল ইসলাম, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম, রেলওয়ে শ্রমীক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাইজিং ষ্টার ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামসুদ্দিন বাবু, সোস্যাল কেয়ার অব নেশনের সাবেক সভাপতি আজিজুল ইসলাম উজ্জল, সুহেল আহমদ, জামিল আহমদ চৌঃ, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম, সায়েম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন আল সালুক, প্রচার সম্পাদক মেহেদি হাসান সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
উল্লেখ্য সাঈদ খান শাওন সোস্যাল কেয়ার অব নেশনের কুলাউড়ার প্রতিষ্টা কালিন সাধারন সম্পাদক ছিলেন।
Development by: webnewsdesign.com