কুলাউড়া উপজেলায় নতুন করে আরো ৭জন দেহে করোনায় শনাক্ত হয়েছে।
আজ বুধবার (০৩ জুন) নতুন করে পৌর এলাকা মাগুরার ২জন, কর্মধা ইউনিয়নের ১জন, কাদিপুর ১জন, ব্রাহ্মণবাজার ১জন, হাজীপুর ১জন ও সাউথইষ্ট ব্যাংকে কর্মরত ১জনসহ ১দিনে নতুন ৭জন শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হক।
এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ জনে, তার মধ্যে ৮জন সুস্থ হয়েছে। বাকি অন্যান্যরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে।
Development by: webnewsdesign.com