যুক্তরাষ্ট্রে বসবারত বাংলাদেশিদের বৃহৎ সংগঠন কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস’র উদ্যোগে নিউজার্সিস্থ কুলাউড়াবাসীর ঈদ পুনর্মিলনী ও বনভোজন ২০১৯ জমকালো অায়োজনে আগামী ২৫ আগষ্ট রবিবার অনুষ্ঠিত হবে।
সংগঠন সূত্রে জানা যায়, কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সিদ্বান্ত অনুযায়ী
আগামী ২৫ আগষ্ট রোববার সকাল ১১টায় গ্যারেট মাউন্টেইন গ্রেট মেদু আপার পিকনিক এরিয়া উডলেন্ড পার্ক নিউজার্সি এলাকায় বনভোজন ঈদ পূনর্মিলনী অনুষ্টিত হবে। এ উপলক্ষে দিন ব্যাপি খেলাধুলা, মধ্যাহ্ন ভোজন পুরষ্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। এতে সংগঠনটির সভাপতি রাজা মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক জি এম চৌধুরী সুলেমান ওইদিন প্যাটারসন সংলগ্ন গ্যারেট মাউন্টেইন হীলে নিউজার্সিতে বসবারত কুলাউড়ীয়ানদের আমন্ত্রন জানিয়েছেন।
সার্বিক তত্বাবধানে থাকবেন, উপদেষ্টা সদস্য সৈয়দ জুবায়ের আলী, গোলাম মোস্তফা চৌধুরী নিপন, আব্দুল মুক্তাদির খসরু স্যার,আব্দুল মোক্তাদির তোফায়েল, সৈয়দ নজরুল ইসলাম,আব্দুল আয়াল সিপার,আনোয়ার চৌধুরী পারেক, ফখরুল ইসলাম তালুকদার,আবু সুফিয়ান, এ আর নোমান,গোলাম ইস্পাহানী চৌধুরী মাছুম, ফয়েজ চৌধুরী প্রমূখ।
ওইদিন নানা কর্মসূচির মধ্যে বিশেষ অাকর্ষণ র্্যাফেল ড্রয়ের ১ম পুরষ্কার ৫০” স্মাট টিভি,২য় পুরষ্কার কানের দূল (স্বর্ণ),৩য় পুরষ্কার ল্যাপটপ, ৪র্থ পুরষ্কার ল্যাপটপ, ৫ম পুরষ্কার বাই সাইকেল,৬ষ্ট পুরষ্কার মাইক্র ওভেন,৭ম পুরষ্কার ট্যাবলেট, ৮ম অায়রন,৯ম টেবিলফ্যান পুরষ্কার প্রদান করা হবে।
এ ব্যাপারে কুলাউড়া এসোসিয়েশন অব নিউর্জাসির ইউএস’র প্রচার সম্পাদক তরুণ জনপ্রিয় কমিউনিটি নেতা আমিনুল ইসলাম বাংলাদেশী গণমাধ্যমকর্মীদের সেলফোনে এই বনভোজন ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসীরা সব সময় কর্ম ব্যস্ততায় জীবনযাপন করে থাকেন। এ জন্য বাংলাদেশী একে অপরের সাথে পরিচয় কম হয়। তাই প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে এই অনুষ্ঠানের আয়োজন। প্রবাসীদের এই বৃহৎ অায়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
Development by: webnewsdesign.com