বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুলাউড়া উপজেলার কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি -সম্পাদক ও সাগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
(৩১ জুলাই) বুধবার দুপুরে স্থানীয় পালকি সেন্টারে জেলা সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতে দশান্তিপূর্ণভাবে কাউন্সিলর ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে সভাপতি পদে কুলাউড়া পৌর সভার প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু ৩৮ ভোটের মধ্যে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ১৩টি ভোট পেয়ে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেদওয়ান খান ২ ভোটে পরাজিত হয়েছেন।
সাংগঠনিক পদে আবু সুফিয়ান ২৬ ভোট পেয়ে ১ম সাংগঠনিক ও আব্দুস সালাম ১৩ ভোটে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আব্বাস উদ্দিন ও দেলোয়ার হোসেন সাংগঠনিক পদে পরাজিত হয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
Development by: webnewsdesign.com