বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ |
১০:৩৭ অপরাহ্ণ | 245
নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত লক ডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার ২০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮জুলাই) সকালে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, রাউৎগাও ইউ পি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই প্রমুখ।#।