কুলাউড়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে প্রার্থনা সভা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ | ৭:৫০ অপরাহ্ণ | 483

কুলাউড়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে প্রার্থনা সভা

কুলাউড়া প্রতিনিধি:: গতকাল (২৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে স্থানীয় চৌমহনীস্থ মনিহার ম্যানসনের অস্থায়ী কার্যালয়ে সদ্য প্রয়াত মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্ত বীর উত্তমের স্মরণে এক শোক ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ড: রজতকান্তি ভট্টাচার্য ভানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক গৌরা দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিচিত্র রঞ্জন দে, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ আলোর কুলাউড়া প্রতিনিধি আশীষ কুমার ধর।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন সহ প্রচার সম্পাদক অশোক চন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গত ২৪ আগস্ট মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্ত আমেরিকার ফ্লোরিডায় বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বৎসর। তিনি ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ৪নং সেক্টর কমান্ডার ছিলেন। তার অধীনে কুলাউড়া উপজেলাও ছিল। যুদ্ধকালীন সময়ে তাঁর অবদান চিরস্মরণীয়।এছাড়া তিনি বাংলাদেশ বর্ডার গার্ড্ (সাবেক বাংলাদেশ রাইফেলস) এর প্রতিষ্ঠাতা মহা পরিচালক,বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাষ্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর সাবেক চেয়ারম্যান, ধর্মীয় বৈষম্য মানবাধিকার সংগঠন বাংলদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তাঁর মহাপ্রয়াণে জাতি একজন জ্ঞানী,গুনী,নির্ভীক সাবেক সেনা কর্মকর্তাকে হারালো।তাঁর অভাব অপূরণীয়। সভায় আরোও বক্তব্য রাখেন, ছাত্র-যুব ঐক্য পরিষদের ভাটেরা ইউ,পি শাখার সভাপতি অমিত মল্লিক,শংকর রঞ্জন কর,প্রিয়লাল দেব,প্রিতম দেব,ডা: হেমন্ত পাল,সুমন মোহন দাস,মাধব চক্রবর্তী,সুমন আচার্য়,কাবুল পাল,ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কান্ত দেব,মকবুল মিয়া প্রমুখ।

সভার শুরুতে স্বর্গীয় মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্তের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। সভাপতি তাঁর বক্তব্যে বলেন,এই খারাপ আবহাওয়ার মধ্যে সবাই উপস্থিত হয়ে স্বর্গীয় মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্তের প্রতি সম্মান জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভার শেষে স্বর্গীয় মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্তের আত্মার শান্তি জন্য সমবেতভাবে প্রার্থনা করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com