কুলাউড়ায় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা পেল দুই রেমিটেন্স যোদ্ধা

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | ১০:৪৮ অপরাহ্ণ | 214

কুলাউড়ায় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা পেল দুই রেমিটেন্স যোদ্ধা

নিজস্ব প্রতিবেদক : কুলাউড়ায় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১২ ডিসেমম্বর রবিবার দুপুর ১ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্রের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক শ্রী সুশীল সেন গুপ্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মনসুর আহমেদ তালুকদার আমেরিকা প্রবাসী জাবেদ আহমেদ, সমাজ সেবক আফজাল হুসেন শাহীন, দৈনিক আমার সংবাদ কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক এইচ ডি রুবেল, প্রিয় বাংলার সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, ইয়ানা ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামসু উদ্দিন বাবু, ফাহিম আহমেদ প্রমুখ।



উল্লেখ্য স্কুলের উন্নয়ন কাজের জন্য প্রবাসী মনসুর আহমেদ তালুকদার ২০ হাজার টাকা নগদ ও স্কুলের হলরুমের পুরো ছাদের সিলিং এর কাজ করে দেওয়ার ঘোষণা দেন সংবর্ধিত দু্ই র‌্যামিট্যান্স যোদ্ধা। আমেরিকা প্রবাসী জাবেদ আহমদ নগদ ১০ হাজার টাকা এবং সাংবাদিক নাজমুল বারী সোহেল ১০ ব্যাগ সিমেন্ট দেওয়ার ঘোষণা দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com