কুলাউড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ | ১০:৫৯ অপরাহ্ণ | 412

কুলাউড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

কুলাউড়ায় সামাজিক সংগঠন হাসি-খুশি রক্তদান সংস্থা’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ২টার দিকে কুলাউড়া পৌর শহরের মাগুরাস্থ একটি বাসার সম্মুখে পৌর কাউন্সিলর শামছুল ইসলাম শামছুর রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালীন দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শাকির আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক অশোক চন্দের সঞ্চালনায় রক্তের গ্রুপ নির্ণয় প্রাক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, পৌর কাউন্সিলর শামছুল ইসলাম শামছু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া মুক্ত স্কাউটের সভাপতি এম মোর্শেদ আলম, সমাজসেবক সাদেক আহমদ, সংগঠনের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, উপদেষ্টা রবিউল ইসলাম প্রমুখ। রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করেন প্যাথলজিস্ট সুরেন সিংহ ও মো. কামাল আহমদ।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ গৌতম রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান, সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজ আহমদ, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক রায়হান, ক্রীড়া সম্পাদক অপু, সদস্য দৌলত, মুন্না, সজিব, রাকিব আহমদ, পারভেজ, রাব্বি, শাকিল, কামাল, সাহাবুদ্দিন, সজল, আফসার, মতিউর রহমান, সুজন আহমদ, মনির আহমদ, মোস্তফা, রাজন, সিরাজুল গাজি, মোজাহিদ, রাজুমীর, লালন, সুহেল, সুমন, অনিক, শাহিদ প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com