করোনা ভাইরাস সংক্রমন রোধে কুলাউড়া উপজেলার সদর ইউয়িনের কয়েকটি গ্রামে অসহায় মানুষের মধ্যে মাস্ক, সাবান ও টিসু সামগ্রী বিতরণ করা হয়।
গত (৯ এপ্রিল) কুলাউড়া সদর ইউ.পি ছাত্রলীগের উদ্যোগে ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আহমদ এর অর্থায়নে বিভিন্ন ধাপে বিতরণ করা হয়েছে।
বিতরণ শেষে এক প্রতিক্রিয়ায় পারভেজ আহমদ জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সবসময় পরিস্কার-পরিচ্ছন্নতা থেকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরাও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। হাত দিয়ে নাক -মুখ স্পর্শ না করা, অন্ততঃ ২০ সেকেন্ড সময় নিয়ে সবসময় সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি-কাশি দেওয়ার সময় নাক ও মুখ ঢেকে রাখলে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সজিব রাজভর, পঞ্চম, অজয় দা, প্রদীপ নেইডু, জুয়েল আহমদ, সাইফুল ইসলামসহ আরো অনেকে।
Development by: webnewsdesign.com