নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া:: কুলাউড়া উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মেয়র প্রার্থী সিপার উদ্দিন আহমদের নৌকা প্রতীকের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া শহিদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসলাম উদ্দিন আকাশের সভাপতিত্বে ও হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আশিক খানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সিনিয়র সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সাবেক দপ্তর সম্পাদক সিএম জয়নাল আবেদিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, সড়ক পরিবহন শ্রমিক লীগের আহ্বায়ক উমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।
সভায় বক্তারা উন্নয়ন বঞ্চিত পৌরবাসীর উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। শ্রমিকদের কল্যানে নৌকা মার্কার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে, নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানান।
Development by: webnewsdesign.com