কুলাউড়ায় চোখে কালো কাপড় বেঁধে লাল সবুজের মানববন্ধন: ধর্ষণের সব্বোর্চ শাস্তি দাবি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ২:১০ অপরাহ্ণ | 535

কুলাউড়ায় চোখে কালো কাপড় বেঁধে লাল সবুজের মানববন্ধন: ধর্ষণের সব্বোর্চ শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়ায় চোখে কালো কাপড় বেঁধে ধর্ষণের বিরুদ্ধে লাল সবুজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৬অক্টোবর) দুপুরে কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ, মৌলভীবাজার শাখার উদ্যোগে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এ সময় সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় ধর্ষণ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন রাতুল, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, নারী সম্পাদক সাদিয়া জাহান, সদস্য সানজিনা বিন ইসলাম, সামিয়া জাহান,রহিমা জান্নাত জুই, সাইদুল ইসলাম, পার্থ আচার্য, রুহুল আমিন,অনিক আহমেদ, সঞ্জয় মল্লিক, সাহান আহমেদ, কামরুল ইসলাম, আসিফ আহমেদ, তাওহিদুল ইসলাম, রাহুল চন্দ্র জীবন প্রমুখ

বক্তারা ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন এবং সরকারের কাছে ধর্ষণের সব্বোর্চ শাস্তি দাবি জানান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com