শনিবার, ২৪ অক্টোবর ২০২০ |
৯:০৭ অপরাহ্ণ | 837
নিজস্ব প্রতিবেদক: কুলাউড়ায় কিলাত ক্লাবের প্রীতি কাবাডি খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গুড়াভূই প্রাইমারি স্কুলের সামনে প্রীতি কাবাডি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি গোলাম মাওলা আহাদের সভাপতিত্বে এবং সংগঠক নাহিদ হোসেন ও মোজাম্মেল হক অপু এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মাসুদ হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির কাজল, সাবেক তারকা ফুটবলার আব্দুল কাদির সুন্দর মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান চৌধুরী, ইউসিবিএল ব্যাংক লিমিটেড কুলাউড়া শাখার ব্যবস্থাপক আবুল ফাত্তাহ পলাশ, মেঘনা ব্রিক্সের স্বত্তাধিকারী শাহাব উদ্দিন আহমেদ, ইয়াং স্টার সাধারন সম্পাদক তারা মিয়া, যুবলীগ সাধারন সম্পাদক মিজাজুর রহমান চৌঃ পারভেজ, প্রবাসী রুহেল রেজা, ব্যবসায়ী সমিতি ব্রাহ্মনবাজারের ক্রীড়া সম্পাদক আবু তালেব, ক্লাবের সিনিয়র সদস্য মাছুম আহমেদ, আদিব, তারেক, সুবেল, মিছবাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্নস্থরের ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলায় রাসেল স্মৃতি সংঘ শ্রীপুর জয় লাভ করে।বিজ্ঞপ্তি