মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজারে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে শামীম নামের ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত (১ জুন) সোমবার বিকেলে উপজেলার রাউৎগাও ইউনিয়নের লালপুর গ্রাম থেকে (করোনা উপসর্গ) শামীম জ্বর, সর্দি, গলা ব্যথা ও ডায়রিয়ার অসুস্থতা নিয়ে পৃথিমপাশা রবিরবাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগ এর পরামর্শ কেন্দ্রে যায়। পরে চেম্বারে কর্তব্যরত ডা. তায়েফ তার উপসর্গ পরীক্ষা করার জন্য পরামর্শ দিলে সে চেম্বারের পার্শ্ববর্তী রবিরবাজার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যায়। সেখান থেকে পরবর্তীতে অসুস্থ শামীম ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করার পর পুনরায় ডাক্তারের চেম্বারে আসার পথে মারা যায়।
পরে এ ঘটনা পৃথিমপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাস, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারকে এবং রবিরবাজারের ডা. মনিরুল ইসলাম সোহাগ ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে অবহিত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান রাত ৯ টায় মৃত শামীমের লাশ নিজ এলাকায় দাফন করা হয়েছে।
২৪টুডেনিউজ/ইউসুফ ইমন
Development by: webnewsdesign.com