আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া থেকে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করলেন সৈয়দ মহিউদ্দিন হোসেন।
৭ ফেব্র“য়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে তিনি কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। তিনি টিলাগাঁও ইউনিয়ন পরিষদের পাঁচ বারের সাবেক চেয়ারম্যান, বিআরডিবির দুইবারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মহিউদ্দিন হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছি।
এলাকার মানুষের ভালোবাসায় পাঁচ বারের টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিআরডিবির ২য় বারের চেয়ারম্যান দায়িত্বপালন করেছি। ১৯৯০ সালে উপজেলা নির্বাচনে মোমবাতি প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। মানুষের ভালোবাসায় নিজেকে নিয়োজিত রাখতে আবারো উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবো।
সেবা করতে হলে রাজনৈতিক পরিচয় বড় কথা নয়, যে কোন প্লাটর্ফম থেকে মানুষ ও এলাকার উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
Development by: webnewsdesign.com