শনিবার, ০৭ নভেম্বর ২০২০ |
১০:১৫ অপরাহ্ণ | 432
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বিশিষ্ট সাংবাদিক এম. আতিকুর রহমান আখই কুলাউড়ার কর্মরত গণমাধ্যমকর্মীদের (সাংবাদিক) সাথে এক মতবিনিময় সভা করেছেন।
শনিবার ( ৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয় এ মতবিনিময় করেন তিনি।
এ-সময় এম. আতিকুর রহমান আখই’র প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে উপস্থিত সাংবাদিক সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মোক্তাদির হোসেন, সিনিয়র সাংবাদিক এম. মছব্বির আলী, ময়নুল হক পবন, আষিশ কুমার ধর।
এসময় কুলাউড়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।