কুলাউড়ায় আরও একজন মহিলা (২৫) এর কোভিড – ১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে কুলাউড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮ এ।
বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। তিনি জয়চণ্ডী ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, কমিউনিটি ট্রান্সমিশনের শিকার এক গৃহবধূর (২৫) গলা ব্যথা উপসর্গ থাকায় গত ৩০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগে নমুনা দিয়ে যান। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীর বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।
এর আগে কুলাউড়ায় পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।
২৪টুডেনিউজ/শাকির
Development by: webnewsdesign.com