কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তিনি মারা যান। ৩০ আহস্ট তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল।
নিশ্চিত করেছেন মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশনের এডমিশন অফিসার জামাল হাসান। তিনি জানান, ইউপি চেয়ারম্যান শাহজাহান গত ২৮ আগস্ট সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর মৃত্যুতে কুলাউড়া আওয়ামী লীগের নেতাকর্মীসহ ইউনিয়বাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com