হবিগঞ্জ প্রতিনিধি:: করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্বামী অতিরিক্ত সচিব শরীফুল ইসলামও।
শনিবার (৩ জুলাই) দুপুরে নমুনা পরীক্ষায় তাদের পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, শনিবার সকালে জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তার স্বামী মো. শরিফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নমুনা দেন। তাৎক্ষণিক অ্যান্টিজেন র্যাপিড টেস্টের মাধ্যমে তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনা পজিটিভ আসে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসক ইশরাত জাহানের স্বামী স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম হবিগঞ্জে ঘুরতে আসেন। বর্তমানে তারা দুজনেই চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com